Site icon Jamuna Television

পরিবারের সবাই স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায়, এদিকে ঘরের তালা ভেঙে সব নিয়ে গেলো চোর

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জে বলরামপুরে আব্দুর রশিদ মোল্লা নামে এক প্রবাসীর বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এ সময় বাড়ির সকল সদস্য স্থানীয় স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় ছিলেন বলে জানা গেছে। এ সময় বাড়ি ফাঁকা থাকার সুযোগেই তালা ভেঙে এই চুরির ঘটনা ঘটেছে।

শনিবার (২৩ ডসেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, শনিবার রাতে প্রবাসী আব্দুর রশিদের বাড়িতে কেউ ছিল না। তারা সবাই বলরামপুর বাজারে স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় নির্বাচনী অফিসে গিয়েছেলেন। সেখান থেকে ফিরে এসে দেখতে পান ঘরের তালা ভাঙা। ঘর থেকে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরি হয়ে গেছে।

প্রবাসী আব্দুর রশিদ মোল্লার স্ত্রী বিউটি বেগম জানান, মেয়েসহ তারা বলরামপুর বাজারে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিসে গিয়েছিলেন। বাড়ি ফিরে এসে দেখেন কে বা কারা ঘরের তালা ভেঙে সব চুরি করে নিয়ে গেছে। ঘরে তার স্বামীর বড় ভাইয়ের হালখাতার সাড়ে ৪ লাখ টাকা এবং আব্দুর রশিদ মোল্লার পাঠানো নগদ ৯ লাখ টাকা ও প্রায় ১০ ভরি স্বর্ণালঙ্কার ছিল। এ সবকিছুই চুরি হয়ে গেছে বলে জানান তিনি।

এনিয়ে কালীগঞ্জ থানার ওসি আবু আজিফ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

এসজেড/

Exit mobile version