Site icon Jamuna Television

মানহানির দুই মামলায় খালেদার জামিন বহাল

ঢাকা ও নড়াইলের দুই মানহানির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্ট। এতে করে মামলা দু’টিতে খালেদা জিয়ার জামিন বহাল থাকবে।

আজ সোমবার সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের তিন সদস্যের বেঞ্চ রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল আবেদন খারিজ করে এমন আদেশ দেন।

২০১৫ সালে ২১ ডিসেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে এক অনুষ্ঠানে মুক্তিযোদ্ধার সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্য করেন খালেদা জিয়া। এ ঘটনায় ওই বছরের ২৫ ডিসেম্বর নড়াইলে খালেদা জিয়ার বিরুদ্ধে একটি মানহানির মামলা করেন রায়হান ফারুক ইমাম নামের একজন। একই ঘটনায় ২০১৬ সালের ৫ জানুয়ারি ঢাকার মূখ্য মহানগর হাকিম আদালতে জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী আরেকটি মানহানির মামলা করেন।

Exit mobile version