Site icon Jamuna Television

লিভারপুলের মাঠে ড্র, শীর্ষে থেকেই বড়দিনে আর্সেনাল

মাগালাইসের গোলে লিড নেয় আর্সেনাল। ছবি: এএফপি

আর্সেনাল-লিভারপুল মহারণে কেউ জেতেনি। অলরেডদের মাঠে ১ পয়েন্ট পাওয়ায় ইপিএলের শীর্ষে থেকে ক্রিসমাস উদযাপন করবে গানাররা।

ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষ দুই দলের লড়াই। অ্যানফিল্ডে ম্যাচে শুরু থেকে আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। ৪ মিনিটেই লিড নেয় আর্সেনাল। মার্টিন ওডেগাডের সেট পিস থেকে দারুণ হেডারে আর্সেনালকে লিড এনে দেন ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালাইস। ২৯ মিনিটে সমতায় ফেরে লিভারপুল। আলেকজান্ডার আর্নল্ডের লম্বা ক্রস থেকে বল পেয়ে বাঁ পায়ের নিখুঁত ফিনিশিংয়ে স্কোরশিটে নাম তোলেন মোহাম্মদ সালাহ।

ম্যাচের বাকি সময় দুদলই গোলের একাধিক সুযোগ তৈরি করেও সাফল্য পায়নি। তবে ম্যাচের শেষ ভাগে কাউন্টার অ্যাটাক থেকে লিভারপুল সবচেয়ে ভালো সুযোগ তৈরী করেছিল। কাউন্টার অ্যাটাক থেকে পাওয়া এই সুযোগে গোলরক্ষকে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন আলেকজান্ডার আর্নল্ড। ম্যাচ ড্র হওয়ায় শীর্ষ থেকেই বড়দিনের আনন্দ উপভোগ করবে গানার ভক্তরা।

১৮ ম্যাচে ৪০ পয়েন্ট আর্সেনালের। সমান ম্যাচে ৩৯ পয়েন্ট লিভারপুল ও ভিলার। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় দুইয়ে লিভারপুল।

/এএম

Exit mobile version