Site icon Jamuna Television

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চেয়ে হাইকোর্টে রিট

জাতীয় নির্বাচনের ৪২ দিন আগে সংসদ ভেঙ্গে দিয়ে তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করার নির্দেশ চেয়ে রিট করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ।

আজ সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন তিনি। রিটে আইন মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রিপরিষদ সচিব, প্রধান নির্বাচন কমিশনারসহ সাতজনকে বিবাদী করা হয়েছে।

রিটে বিবাদীদের বিরুদ্ধে জাতীয় সংসদ ভেঙ্গে দিয়ে নতুনভাবে এবং নতুন আঙ্গিকে তত্ত্বাবধায়ক সরকার গঠনের ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে রুল জারিরও আবেদন করা হয়েছে।

Exit mobile version