Site icon Jamuna Television

৩টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইউক্রেনের

সুখয় এসইউ-৪৩ যুদ্ধবিমান। ছবি: রয়টার্স

রণক্ষেত্রে ৩টি রুশ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি করেছে ইউক্রেন। শনিবার (২৩ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে প্রেসিডেন্টের কার্যালয়। খবর স্কাই নিউজের।

তারা জানায়, দক্ষিণাঞ্চলীয় খেরসনে ‘সুখয়-থার্টি ফোর’ সিরিজের তিনটি বিমান ধ্বংস করেছে সেনারা। ওডেসার অ্যান্টি এয়ারক্রাফট বাহিনী বিমানগুলো ভূপাতিত করতে সক্ষম হয়। একে রাশিয়ার বিরুদ্ধে বড় অগ্রগতি আখ্যা দিয়েছে জেলেনস্কি প্রশাসন।

নিজ নিয়ন্ত্রণাধীন অঞ্চলে প্রতিপক্ষের হামলায় বড় এই ক্ষয়ক্ষতি সম্পর্কে কোনো তথ্য জানায়নি মস্কো। তবে ইউক্রেনের দাবিকে সত্য বলছে রুশভিত্তিক সংবাদ মাধ্যম। তাদের দাবি, পশ্চিমাদের দেয়া প্যাট্রিয়ট মিসাইল ব্যবহৃত হয়েছে এ অভিযানে।

২০২২ সালে ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণ করে রাশিয়া। চলতি বছরে ১৫ ডিসেম্বর প্রথমবারের মতো দীর্ঘ এক সংবাদ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ প্রসঙ্গে বলেন, তাদের লক্ষ্য অর্জন করলেই কেবল ইউক্রেনের সঙ্গে শান্তি আসবে।

/এএম

Exit mobile version