Site icon Jamuna Television

‘সুপার স্যাটারডে’: একদিনে ক্রেতা ১৪ কোটিরও বেশি

২২ ডিসেম্বর, অক্সমুর শপিং মলে 'ক্রিসমাস ট্রি'র কাছে যাচ্ছেন ক্রেতারা। ছবি: সংগৃহীত

বড়দিন উপলক্ষে শুধু শনিবারই ১৪ কোটিরও বেশি মার্কিন ক্রেতা কেনাকাটা করছেন। এমনটাই জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক রিসার্চ ফার্ম সেনসরম্যাটিক সলিউশন। যা ছাড়িয়ে গেছে বছরের সেরা ছাড় ‘ব্ল্যাক ফ্রাইডে’ সেলের রেকর্ডও। খবর সিএনএনের।

দেশটির ন্যাশনাল রিটেইল ফেডারেশন জানায়, গত বছর ‘সুপার স্যাটারডে’তে কেনাকাটা করেছিলো ১২ কোটির বেশি ক্রেতা। সংস্থাটির আরেকটি জরিপে দেখা যায়, গত বছর বড়দিনের ছুটিতে বেচাকেনা হয়েছিলো প্রায় ৯৩০ বিলিয়ন ডলারের। এবার সে রেকর্ড ছাড়িয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

অ্যামাজনের ভাইস প্রেসিডেন্ট বেরিল টমেই বলেন, প্রতি সেকেন্ডে প্রায় ১ হাজার অর্ডার পড়ছে ওয়েবসাইটে। কয়েক লাখ পার্সেল প্যাকেট করেছি আমরা। আগের সব রেকর্ড ভেঙে গেছে এবারের সুপার স্যাটারডেতে। বিক্রি বাড়ায় ভীষণ উজ্জীবিত সহকর্মীরা। আমাদের প্রতিটি ওয়্যারহাউজে এখন উৎসবের আমেজ।

বড়দিন উপলক্ষে এবছর এখন পর্যন্ত সম্ভাব্য বেচাকেনা হয়েছে প্রায় ৯৬০ বিলিয়ন ডলারের। যা গত বছরের তুলনায় প্রায় ৪ শতাংশ বেশি। উল্লেখ্য, ‘সুপার স্যাটারডে’ হলো বড়দিনের আগে শেষ শনিবার। যুক্তরাষ্ট্রের খুচরা বিক্রেতাদের জন্য দিনটি উৎসবের মতো (আয়ের ক্ষেত্রে), যা শুরু হয় ‘ব্ল্যাক ফ্রাইডে’ থেকে।

/এএম

Exit mobile version