Site icon Jamuna Television

নির্বাচন বিরোধী কোনো কর্মকাণ্ড সমর্থন দেয়া হবে না: কাদের

নির্বাচন বিরোধী কোনো কর্মকাণ্ড আওয়ামী লীগ সমর্থন দেবে না বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, সারাদেশে নির্বাচনের উৎসব বিরাজ করছে। যারা জ্বালাও-পেড়াও নেতিবাচক রাজনীতি করে তাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না।

রোববার (২৪ ডিসেম্বর) সকালে ধানমন্ডির দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

কাদের বলেন, স্বতন্ত্র হিসেবে আওয়ামী লীগের অনেকেই নির্বাচনে অংশ নিয়েছে। তাদেরকে নৌকার প্রতিদ্বন্দ্বি হিসেবেই দেখছে আওয়ামী লীগ। তাদের প্রতি বিরুপ মনোভাব দেখানো যাবে না।

তিনি বলেন, তবে তাদের মধ্যে কেউ যদি সহিংস আচরণ করে, নির্বাচনের পরিবেশ বিঘ্ন করার মতো কোনো কর্মকাণ্ড পরিচালিত করে তা কোনোভাবেই সমর্থন করবে না আওয়ামী লীগ। নির্বাচন কমিশন বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে উল্লেখ করেন তিনি।

এটিএম/

Exit mobile version