Site icon Jamuna Television

শ্রম আইন লঙ্ঘনের মামলায় আদালতে ড. ইউনূস

শ্রম আইন লঙ্ঘনের মামলার শুনানির শেষ দিনে সকালে ঢাকার শ্রম আদালতে হাজির হয়েছেন ড. মুহাম্মদ ইউনূস। যুক্তিতর্ক শেষে আজ এই মামলার রায় ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে। সাড়ে এগারোটার দিকে শুরু হয় যুক্তিতর্ক উপস্থাপন।

এর আগে, ২১ ডিসেম্বর এ মামলায় অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের পক্ষে মামলার আইনগত বিষয়ে যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। ঢাকার শ্রম আদালতের বিচারক শেখ মেরিনা সুলতানার আদালতে ড. ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন মামলার আইনগত বিষয়ে যুক্তি উপস্থাপন করেন। এদিন যুক্তি-তর্ক শেষ না হওয়ায় রোববার পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করে আাদলত।

২০২১ সালের ৯ সেপ্টেম্বর কলকারখানা অধিদপ্তরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান বাদী হয়ে শ্রম আদালতে মামলাটি দায়ের করেন।

eTiem/

Exit mobile version