Site icon Jamuna Television

মেডিকেলে ভর্তি পরীক্ষা ৯ ফেব্রুয়ারি

আগামী ৯ ফেব্রুয়ারি এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি জানান, বিদেশি ছাত্ররা ৪ জানুয়ারি থেকে এবং বাংলাদেশের শিক্ষার্থীরা ১০ জানুয়ারী থেকে আবেদন করতে পারবে।

রোববার (২৪ ডিসেম্বর) সচিবালয়ে এ সংক্রান্ত বৈঠক শেষে সময়সূচি জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সব রকমের ব্যাবস্থা নেয়া হবে। কোনভাবে প্রশ্নফাঁস যেন না হয় সেক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিবে।

ব্রিফিংয়ে আরও জানানো হয়, ১১-১৩ জানুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবে শিক্ষার্থীরা। প্রবেশপত্র বিতরণ ৫ ফেব্রুয়ারিতে করা হবে। এমবিবিএস ভর্তি পরীক্ষার একমাস পর ৮ মার্চ ডেন্টাল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এটিএম/

Exit mobile version