Site icon Jamuna Television

কোনো প্রতিষ্ঠানকে সরকার দুর্নীতিমুক্ত রাখেনি: নুর

দেশের কোনো প্রতিষ্ঠানকে সরকার দুর্নীতিমুক্ত রাখেনি। এমনটাই মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

রোববার (২৪ ডিসেম্বর) সকালে বিএনপি ও সমমনা দলের অবরোধ কর্মসূচি পালন করে গণ অধিকার পরিষদ, গণ ফোরাম ও পিপলস পার্টিসহ বিভিন্ন দলগুলো। এসময় গণ অধিকার পরিষদের সভাপতি আরও বলেন, ১৫ বছরে এই সরকার দেশের অনেক ক্ষতি করেছে।

নুরুল হক নুর আরও বলেন, এই আওয়ামী লীগের নির্বাচনে জনগণের সমর্থন নেই। ৭ জানুয়ারির ভোট বয়কট করার আহ্বান জানানো হয়। সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীদের জনগণের পাশে থাকার আহ্বান জানান।

এটিএম/

Exit mobile version