Site icon Jamuna Television

বিএনপির ডামি নেতারা ডামি প্রার্থীর কথা বলছে: তথ্যমন্ত্রী

নির্বাচন ব্যাপক অংশগ্রহনমুলক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, রিজভী ও মঈন খানের মতো বিএনপির ডামি নেতারা নির্বাচনে ডামি প্রার্থীর কথা বলছে।

রোববার (২৪ ডিসেম্বর) সচিবালয়ে পিআইবি প্রকাশিত বইয়ের মোড়ক উন্মোচন শেষে তিনি এসব মন্তব্য করেন। সুশীল সমাজের সমালোচনা করে তিনি বলেন, নানা আকারের টেবিলে যারা নির্বাচন নিয়ে সমালোচনা করছে তাদের কথা কেউ আমলে নিচ্ছে না।

এ সময় তথ্যমন্ত্রী ব্যাংকখাত নিয়ে সিপিডির রিপোটের সমালোচনাও করেছেন। বলেন, সিপিডি নির্বাচনের আগে ব্যাংক থেকে টাকা লোপাটের ভুল তথ্য দিয়েছে।

তিনি আরও বলেন, মানুষ উৎসাহ নিয়ে ভোট দেয়ার অপেক্ষায় আছে। কেউ নির্বাচন ঠেকাতে পারবে না।

এটিএম/

Exit mobile version