Site icon Jamuna Television

সাকিবকে নিয়ে মাগুরায় ১৪ দলের সাথে আ. লীগের বৈঠক

মাগুরা করেসপনডেন্ট:

মাগুরায় শরিক ১৪ দলের সাথে বৈঠক করেছে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বৈঠকটি আনুষ্ঠিত হয়। বৈঠকে জোটের নেতারা একযোগে কাজ করে নৌকার প্রার্থী ও ক্রিকেটার সাকিব আল হাসানকে জয়ী করার বিষয়ে অঙ্গীকার করেন।

জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তার সভাপতিত্বে এ সময় সাকিব আল হাসান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু, জাসদের সভাপতি অহিদুজ্জামন ফণি, সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তী, জাতীয় পার্টি (জেপী) কেন্দ্রীয় সহ-সভাপতি ফতেহ আলী খান, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কাজী রানাসহ অনেকেই উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে সাংবাদিকদের সাকিব বলেন, আমার সাথে তাদের প্রথমবার দেখা হয়েছে। স্বাভাবিকভাবেই সৌজন্য সাক্ষাৎ হয়েছে। আমরা একতাবদ্ধ হয়েছি একসাথে কাজ করে নৌকাকে বিপুল ভোটে জয়ী করার জন্য।

/এনকে

Exit mobile version