Site icon Jamuna Television

নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে উত্তাল ইসরায়েল

নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে আবারও উত্তাল ইসরায়েল। শনিবার (২৩ ডিসেম্বর) রাজধানী তেল আবিবে জড়ো হয় হাজার হাজার মানুষ। খবর আনাদোলু এজেন্সির।

নেতানিয়াহুবিরোধী স্লোগানে প্রকম্পিত হয় রাজপথ। বিক্ষোভকারীদের অভিযোগ, দেশের জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতে চরমভাবে ব্যর্থ তিনি। তার যথাযথ যোগ্যতা নেই প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের। আড়াই মাস পেরিয়ে গেলেও হামাসের হাতে বন্দি সব জিম্মিদের ফিরিয়ে আনতে না পারায় প্রতিনিয়তই ক্ষোভ বাড়ছে এই নেতার বিরুদ্ধে।

দেশটির সম্প্রচার কর্তৃপক্ষ জানায়, জিম্মিদের মুক্তিতে সরকারকে অবিলম্বে পদক্ষেপ নেয়ার দাবি জানায় বিক্ষোভকারীরা। শনিবারের আন্দোলনে যোগ দেন ৭ অক্টোবর হামাসের অভিযানে নিহত এক যুবকের জননীও। যোগ দেন হামাসের হাত থেকে মুক্তি পাওয়া জিম্মিরাও।

/এএম

Exit mobile version