Site icon Jamuna Television

পাবনা-২ এ সঙ্গীতশিল্পী ডলি সায়ন্তনীর গণসংযোগ

পাবনা প্রতিনিধি:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-২ আসনে (সুজানগর -বেড়ার একাংশ) বিএনএম এর হয়ে এবার লড়বেন সঙ্গীতশিল্পী ডলি সায়ন্তনী। এরই মধ্যে পুরোদমে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন তিনি। প্রচারণার ফাঁকে সাধারণ মানুষের আবেদনে গানও শোনান তিনি।

আজ রোববার (২৪ ডিসেম্বর) সকাল থেকে তার নির্বাচনী এলাকা বাঁধের হাট, আমিনপুর, কাজির হাটসহ কয়েকটি এলাকায় দলীয় নেতাকর্মীদের নিয়ে প্রচার-প্রচারণা চালান এই প্রার্থী।

এ সময় সাধারণ মানুষকে তার নির্বাচনী প্রতীক নোঙ্গর মার্কায় ভোট দেয়ার জন্য আহ্বান জানান ডলি সায়ন্তনী। সেই সাথে আগামী ৭ জানুয়ারি ভোটকেন্দ্রে যাওয়ার জন্যও আহ্বান জানান ভোটারদের। নির্বাচনে জয়যুক্ত হলে সাধারণ মানুষদের পাশে থাকার আশ্বাস দেন তিনি।

এসজেড/

Exit mobile version