Site icon Jamuna Television

এটা কোনো ভোট নয়, দেশে ভোটাভুটি খেলা হচ্ছে: বদিউল আলম মজুমদার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন মূলত কোনো নির্বাচন নয় বলে মন্তব্য করেছেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। তিনি বলেন, দেশে এখন ভোটাভুটির একটা খেলা হচ্ছে।

আজ রোববার (২৪ ডিসেম্বর) সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সহযোগিতায় তৈরি ভোটবিডি ওয়েবসাইটের পরিচিতি সভায় এ মন্তব্য করেন তিনি।

এ সময় সুজন সম্পাদক বলেন, নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বী বিএনপি অংশগ্রহণ না করায় অধিকাংশ আসনে আওয়ামী লীগ জিততে পারে। নির্বাচনে ক্ষমতাসীনদের তৈরি অনুগত দলগুলোর মাঝেই প্রতিযোগিতা হচ্ছে।

তিনি বলেন, ঝালকাঠি-১ আসনে নৌকার প্রার্থী ব্যারিস্টার শাহজাহান ওমর হলফনামায় মামলার তথ্য গোপন করে প্রার্থী হয়েছেন। যা নির্বাচন কমিশনকে বিতর্কিত করেছে।

এসজেড/

Exit mobile version