Site icon Jamuna Television

শক্তি প্রয়োগ করে ক্ষমতায় টিকে থাকতে মরিয়া সরকার: সেলিম

২০১৪ সালের ৫ জানুয়ারির মতই আরেকটি এক তরফা নির্বাচনের ক্ষেত্র প্রস্তত করেছে সরকার। জনসমর্থন না থাকায় নির্বাচনের নামে প্রহসনের আশ্রয় নিচ্ছে আওয়ামী লীগ। এমন অভিযোগ করেছেন বাংলাদেশ কমিউনিস্ট পাটি। আজ সোমবার সকালে রাজধানীর মুক্তিভবনে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরতে সংবাদ সম্মেলন করে সিপিবি। সেখানেই এসব কথা বলেন সংগঠনের সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।

তিনি বলেন, শক্তি প্রয়োগ ও কারসাজি করে ক্ষমতায় টিকে থাকতে মরিয়া এ সরকার। স্থানীয় নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার প্রমাণ করেছে তাদের অধীনে কখনোই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এসময় তিনি নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠনের দাবি জানান।

তফসিল ঘোষণার আগেই সংসদ ভেঙ্গে দেয়ার দাবিও জানান মুজাহিদুল ইসলাম সেলিম। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন পর্যন্ত কোনো জোটে যাওয়ার ইচ্ছে নেই সিপিবি’র। সিপিবি নির্বাচনে যাবে কি যাবে না তা ভোটের পরিবেশের ওপর নির্ভর করছে বলেও জানান তিনি।

Exit mobile version