Site icon Jamuna Television

সব বাধা উপেক্ষা করে ভোটকেন্দ্রে আসতে সালমা ইসলামের আহ্বান

ঢাকা ১ আসনের জাতীয় পার্টির প্রার্থী অ্যাডভোকেট সালমা ইসলাম দিনের নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

সোমবার (২৫ ডিসেম্বর) সকালে দৌলতপুর এলাকা থেকে তিনি সমাবেশের মাধ্যমে প্রচারণা শুরু করেন। সেখানে জাতীয় পার্টির নেতাকর্মী ছাড়াও যোগ দিয়েছেন সাধারণ ভোটাররা। এ সময় সালমা ইসলাম বলেন, সব বাধা উপেক্ষা করে ৭ জানুয়ারি ভোটকেন্দ্রে আসতে হবে।

তিনি বলেন, এলাকার অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করতে লাঙ্গল প্রতীকে ভোট দিতে হবে। নির্বাচিত হলে, দোহার-নবাবগঞ্জে মেডিকেল কলেজ ও স্টেডিয়াম নির্মাণের আশ্বাস দেন তিনি।

এরপর, দিনের প্রচারণা কার্যক্রমের অংশ হিসাবে আশপাশের জয়নগর, বারইপাড়াসহ বেশকিছু গ্রামে যাবেন অ্যাডভোকেট সালমা ইসলাম।

এটিএম/

Exit mobile version