Site icon Jamuna Television

উত্তরার কোটবাড়ি রেলস্টেশন এলাকায় মালবাহী ট্রেন লাইনচ্যুত

উত্তরার কোটবাড়ি রেলস্টেশন এলাকায় লাইনচ্যুত হয়েছে মালবাহী ট্রেনের একটি বগি। মালবাহি ট্রেনটি ঢাকার কমলাপুর থেকে কন্টেইনার নিয়ে চট্টগ্রাম যাচ্ছিলো বলে জানান কর্মকর্তারা।

সোমবার (২৫ ডিসেম্বর) সকাল পৌনে দশটার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যাক্ষদর্শীরা জানান, ট্রেনটি কোটবাড়ি এলাকায় পৌঁছালে বিকট শব্দে তা থেমে যায়। পরে দেখা যায় ট্রেনের মধ্যবর্তী একটি বগির দুইটি চাকা মূল লাইন থেকে নিচে পড়ে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ সময় কন্টেইনারেরও কোনো ক্ষতি হয়নি বলে জানান সংশ্লিষ্টরা।

বিকল্প লাইন লাইন থাকায় ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক আছে বলে জানিয়েছেন কমলাপুর স্টেশন ম্যানেজার। একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছালে উদ্ধার কাজ শুরু হবে বলে জানায় রেলওয়ে।

এটিএম/

Exit mobile version