Site icon Jamuna Television

সেন্ট মার্টিন থেকে ফেরার পথে জাহাজে যাত্রীদের দফায় দফায় সংঘর্ষ

সেন্টমার্টিন থেকে ফেরার পথে ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রীবহন করে এমভি বার আউলিয়া নামের একটি জাহাজ। ফলে সিটে বসা নিয়ে যাত্রীদের কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে।

রোববার (২৪ ডিসেম্বর) বিকেলে টেকনাফ থেকে ছেড়ে আসার পথে এই সংঘর্ষ হয়। যাত্রীরা জানায়, জাহাজের ধারণ ক্ষমতা ১২০০ থাকলেও লোক নেয়া হয়েছিল অনেক বেশি। এছাড়া একই সিট একাধিক মানুষের কাছে বিক্রি করায় যাত্রীদের মধ্যে সিটে বসা নিয়ে সংঘর্ষ হয়।

এ বিষয়ে জাহাজের পরিচালক জানান, কর্ণফুলী জাহাজটি যান্ত্রিক সমস্যার পড়ায় এই জাহাজে করে অতিরিক্ত যাত্রী নিয়ে আসতে হয়েছে। তাই এই সংঘর্ষের ঘটনা ঘটে।

এটিএম/

Exit mobile version