Site icon Jamuna Television

‘এক্স’ থেকে মুছে গেলো ফিলিস্তিনি লেখক আল কুর্দের অ্যাকাউন্ট

ফিলিস্তিনিদের অধিকার ও তাদের দুরাবস্থা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স’এ (সাবেক টুইটার) বেশ সক্রিয় ছিলেন ফিলিস্তিনি জনপ্রিয় লেখক মোহাম্মাদ আল কুর্দ। তবে তার অ্যাকাউন্ট এবার মুছে দিলো ইলন মাস্কের প্রতিষ্ঠান। খবর আল জাজিরার।

মোহাম্মাদ আল কুর্দ মূলত পূর্ব জেরুজালেমের বাসিন্দা। একাধারে তিনি ফিলিস্তিনি অধিকার কর্মী, কবি ও লেখক। গাজায় ইসরায়েলি আগ্রাসনের ব্যাপারে সামাজিক মাধ্যমে বেশ সোচ্চার ছিলেন এই লেখক। ধারণা করা হচ্ছে সে কারণেই তার অ্যাকাউন্ট ব্যান করেছে ‘এক্স’ কর্তৃপক্ষ।

এ ব্যাপারে তাদের সাথে যোগাযোগ করা হলে কোনো জবাব দেয়নি দায়িত্বরতরা। কোনো মন্তব্য করেননি মোহাম্মাদ আল কুর্দ নিজেও।

এর আগে, ২০২১ সালে ফিলিস্তিনিদের জোরপূর্বক উৎখাতের প্রতিবাদ করায় ‘টাইম ১০০’ তালিকাভুক্ত হয়েছিলেন আল কুর্দ ও তার বোন মুনা।

এসজেড/

Exit mobile version