Site icon Jamuna Television

ভোট দেয়ার মতো মনে হলে দেবেন, না হয় দেবেন না: মাশরাফী

নড়াইল করেসপনডেন্ট:

নড়াইল-২ আসনে আওয়ামী লীগ প্রার্থী ও বর্তমান এমপি মাশরাফী বিন মোর্ত্তজা ভোটারদের উদ্দেশে বলেছেন, আমাকে ভোট দেয়ার মতো মনে হলে দেবেন, না হয় দেবেন না। সোমবার (২৫ ডিসেম্বর) সকালে লোহাগড়া উপজেলার মোল্যার মাঠে ম্যাশ ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে এ কথা বলেন।

মাশরাফী বলেন, আপনারা কেন্দ্রে গিয়ে ভোট দেবেন। আমি আপনাদের ভোটে নির্বাচিত হতে চাই। ৭ জানুয়ারির পর আমার কাছে যা যা চাইবেন, দেয়ার চেষ্টা করবো।

তিনি আরও বলেন, বিগত ৫ বছরে কাজে কোনো গাফিলতি করিনি। আপনাদের জন্য সর্বোচ্চটুকু ঢেলে দিয়েছি। করোনার কারণে ২ বছর কাজ করার সুযোগ পাইনি। যতটুক সম্ভব হয়েছে সাধ্যমতো চেষ্টা করেছি। আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, গতবার যা করেছি তার থেকে বেশি কাজ করবো।

সকালে ম্যাশ ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন মাশরাফী। তাতে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল, খুলনা মেডিকেল কলেজ, নড়াইল সদর হাসপাতাল ও লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সের ৪৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক সেবা দিচ্ছেন। দিনব্যাপী ৫ হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা, ওষুধ বিতরণ করা হবে বলে জানা গেছে।

/এনকে/এমএন

Exit mobile version