Site icon Jamuna Television

খন্দকার মোশাররফের শারীরিক অবস্থার উন্নতি হয়নি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। সোমবার (২৫ ডিসেম্বর) রাজধানীর এভার কেয়ার হাসপাতালে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (সিসিইউ) স্থানান্তর করা হয়েছে।

জানা গেছে, রোববার এই বিএনপি নেতার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছিল। তবে সোমবার তাকে আবারও সিসিইউতে স্থানান্তর করা হয়। তার সুস্থতার জন্য পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর সিঙ্গাপুর থেকে বুকে ব্যথার চিকিৎসা শেষে দেশে ফেরেন ড. খন্দকার মোশাররফ হোসেন। এরপর থেকে তিনি নিজ বাসাতেই একান্তে অবস্থান করেন। দলীয় কোনো কমসূচিতে তাকে অংশ নিতে দেখা যায়নি।

গত ৫ ডিসেম্বর আবারও অসুস্থ বোধ করলে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে স্বাস্থ্যের অবনতি হলে ৯ ডিসেম্বর রাতে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়।

এসজেড/

Exit mobile version