Site icon Jamuna Television

আলুর বাজার ফের অস্থির

আলুর বাজারে চরম নৈরাজ্য দেখা দিয়েছে। চলতি মাসের ১৫ ডিসেম্বর আলু আমদানির অনুমতিপত্র (আইপি) বন্ধ করে দেয়া হয়। এরপরই সক্রিয় হয়ে উঠে সিন্ডিকেট, উঠেছে এমন অভিযোগ। আর বাড়তে থাকে আলুর দর।

রাজধানীর পাইকারি বাজারে আলুর কেজি মানভেদে ৬৫ থেকে ৭০ টাকা। খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৭৫ টাকার আশেপাশে। তবে মহল্লার দোকানে দাম ৮০ টাকা ছাড়িয়েছে।

দোকানদাররা জানিয়েছেন, এক সপ্তাহ থেকে আলুর দর বাড়তে শুরু করেছে। হিমাগার থেকেই আলুর সরবরাহ কমেছে। ক্রেতারা বলছেন, নতুন আলু বাজারে আসতে শুরু করেছে। এ সময় পুরোনো আলুর দর কমতে থাকে। কিন্ত এবার ভিন্ন চিত্র। নতুন ও পুরান জাত প্রায় একই দামে বিক্রি হচ্ছে। এজন্যে ক্রেতারা সিন্ডিকেটকে দুষছেন।

পরিসংখ্যান ব্যুরো বলছে, বছরে আলুর চাহিদা ৯০ লাখ টন। কৃষি অধিদফতরের দাবি অনুযায়ী আলুর উৎপাদন চাহিদার চেয়ে বেশি। তবে আলুর বাজারে অস্থিরতা দেখা দিলে সরকার গত ৩০ অক্টোবর আমদানির ঘোষণা দেয়। হিলি স্থল বন্দর দিয়ে প্রথম আলুর চালান আসে ২ নভেম্বর।

/এমএন

Exit mobile version