Site icon Jamuna Television

যশোর-২: নৌকাকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী

স্টাফ করেসপনডেন্ট, যশোর:

দ্বাদশ সংসদ নির্বাচনে যশোর-২ আসনে নৌকার প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এস এম হাবিবুর রহমান। সোমবার (২৫ ডিসেম্বর) বিকেলে যশোরে প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

এস এম হাবিবুর রহমান বলেন, নেত্রী স্বতন্ত্র নির্বাচন করা যাবে বলায় ভোটে দাঁড়িয়েছিলাম। কিন্তু সারাজীবন আওয়ামী লীগ করে নৌকার বিপক্ষে ভোট করতে মন সায় দেয়নি। তাই শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নির্বাচন থেকে সরে দাঁড়ালাম।

সংবাদ সম্মলনে নৌকার প্রার্থী ডা. তৌহিদুজ্জামান তুহিন, চৌগাছা উপজেলার চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান, ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/আরএইচ/এমএন

Exit mobile version