Site icon Jamuna Television

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ৮৯

ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। রোববার (২৪ ডিসেম্বর) সকাল ৮টা থেকে সোমবার (২৫ ডিসেম্বর) সকাল ৮টার মধ্যে এডিস মশাবাহিত এ রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৯ জন।

সোমবার (২৫ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকার বাসিন্দা ১৯ জন এবং ঢাকার বাইরের ৭০ জন।

চলতি বছরে এখন পর্যন্ত ৩ লাখ ২০ হাজার ৫৪৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ১ লাখ ৯ হাজার ৮৩৬ জন। আর ২ লাখ ১০ হজার ৭১৩ জন ঢাকার বাইরের। ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৩ লাখ ১৭ হাজার ৮৪৮ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর ডেঙ্গুতে প্রাণহানি ঘটেছে ১ হাজার ৬৯৮ জনের।

/আরএইচ

Exit mobile version