Site icon Jamuna Television

ঢাকায় ঠান্ডার প্রকোপ কম, এখনও জমে উঠেনি শীতপোশাকের বাজার

রাজধানীতে তেমন ঠান্ডার প্রকোপ নেই। ডিসেম্বরের শেষ দিকে এসেও এখনও জাঁকিয়ে বসেনি শীত। তাই নগরীতে এখনও তেমন জমে উঠেনি শীতের পোশাকের কেনাবেচা— এমনটাই জানালেন বিক্রেতারা।

সরেজমিন ঘুরে দেখা যায়, মার্কেটে শীতের পোশাকের কেনাকাটা জমেনি বটে। তবে ফুটপাতের দোকানগুলোতে কিছুটা জমজমাট হয়ে উঠেছে। নিউ মার্কেট এলাকার নুরজাহান মার্কেটে বাচ্চার জন্য শীতের পোশাক কিনতে উত্তরা থেকে এসেছেন মিলি দম্পতি।

তারা জানায়, কম ঠান্ডা পড়লে বাচ্চাদেরকে ফুল হাতা টি-শার্ট আর বেশি শীতে সোয়েটার পড়ান। সে অনুযায় কেনাকাটা করতে এসেছেন।

এদিকে, শীতের পোশাকের বৈচিত্র দেখে এবার কেনাকাটা করছেন ক্রেতারা। তবে মানের পাশাপাশি মূল্যটাও মাথায় রাখছেন তারা।

রাজধানীতে শীতের প্রকোপ কম থাকার পাশাপাশি নির্বাচনের প্রভাবকেও দায়ী করছেন বিক্রেতারা। তারা বলছেন, গতবারের চেয়ে এবার বিক্রি কম। রাজনীতির প্রভাব খুচরা বাজারেও পড়ে। আর অনেকে ভয়ে কেনাকাটা করতেও আসছে না।

/এমএন

Exit mobile version