Site icon Jamuna Television

অপহরণ চক্রে সিআইডির দুই সদস্য, গ্রেফতার ৫

বাঁ থেকে সিআইডির এসআই রেজাউল করিম, কনস্টেবল আবু সাঈদ, মো. ইমন সরদার, আব্দুল্লাহ আল ফাহিম ও মো. শরীফ হোসেন। ছবি: সংগৃহীত

অপহরণের অভিযোগে দুই পুলিশ সদস্যসহ পাঁচজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা। গ্রেফতার দুই পুলিশ সদস্য বাহিনীটির অপরাধ তদন্ত বিভাগের বলে জানিয়েছে ডিবি।

সোমবার (২৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর মিন্টো রোডে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ এ তথ্য জানান।

ডিএমপির ডিবি প্রধান জানান, সিআইডি পরিচয় দিয়ে ফোন করে টাকা-পয়সা আদায় করতো চক্রটি। এমন বেশ কিছু অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে ডিবি। একপর্যায়ে বরিশাল থেকে দুজনকে গ্রেফতার করা হয়। তদন্তকারীরা জানতে পারেন, এই চক্রে পুলিশের পরিদর্শক ও কনস্টেবল পদের দুই সদস্য জড়িত রয়েছে। পরে সিসি ক্যামেরার ফুটেজ, কল লিস্ট ও লোকেশন ট্র্যাকিং করে তাদেরকে গ্রেফতার করা হয়।

/এমএন

Exit mobile version