Site icon Jamuna Television

নবাবগঞ্জ-দোহারে কর্মসংস্থান ও ঘরে ঘরে গ্যাস সংযোগের প্রতিশ্রুতি সালমা ইসলামের

আবার নির্বাচিত হলে নবাবগঞ্জ-দোহারের ঘরে ঘরে গ্যাস সংযোগের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়েছেন লাঙলের প্রার্থী এডভোকেট সালমা ইসলাম। এতে বিকাশ ঘটবে শিল্পের, তৈরি হবে কর্মসংস্থান। ভোটের মাঠে প্রচারণায় ভোটারদের এমনটাই প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি।

প্রচারণার শুরু থেকেই সরগরম সালমা ইসলামের গণসংযোগ উঠান-বৈঠক। নবাবগঞ্জের বেশিরভাগ ইউনিয়ন ও পাড়ামহল্লায় প্রচারণা শেষে আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) তিনি যাবেন দোহার উপজেলায়। সেখানে কথা বলবেন ভোটারদের সঙ্গে। পদ্মা পাড়ের ওই ইউনিয়নগুলোর মানুষ তার অপেক্ষায় আছেন বলে জানান লাঙ্গলের প্রার্থী। গত দিন প্রচারণার মাঠে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার আশ্বাস দেন এই প্রার্থী।

নবাবগঞ্জ দোহার এই দুই উপজেলা নিয়ে গঠিত ঢাকা-১ আসন। যেখানে ভোটার সংখ্যা ৫ লাখ ১৩ হাজার ৬০৫ জন। এবার নতুন ভোটারের সংখ্যা ৭৩ হাজারের উপর। নতুন প্রজন্মের জন্য আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার প্রতিশ্রুতি দিচ্ছেন সালমা ইসলাম।

এসজেড/

Exit mobile version