Site icon Jamuna Television

রাশিয়ার কারাবন্দি বিরোধী নেতা নাভালনির সন্ধান মিলেছে

ফাইল ছবি

অবশেষে সন্ধান পাওয়া গেছে রাশিয়ার কারাবন্দি বিরোধী দলীয় নেতা অ্যালেক্সেই নাভালনির। তাকে সাইবেরিয়ার একটি কারাগারে রাখা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নাভালনির আইনজীবী কিরা ইয়ারমিশ। খবর বিবিসির।

চলতি মাসের শুরু থেকেই হদিস মিলছিলো না নাভালনির। রুশ কর্তৃপক্ষ গোপনে তাকে অজ্ঞাত স্থানে সরিয়ে নিয়েছে বলে অভিযোগ ওঠে। এমনকি তাকে হত্যার গুজবও শোনা যায়।

নাভালনির মুখপাত্র কিরা ইয়ারমিশ বলেন, আমরা নাভালনির সন্ধান পেয়েছি। তাকে উত্তর রাশিয়ার (সাইবেরিয়া) আইকে–৩ পেনাল কলোনিতে রাখা হয়েছে। আইনজীবী নাভালনির সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি ভালো আছেন।

নাভালনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক হিসেবে পরিচিত। তার কড়া প্রতিদ্বন্দ্বীও ধরা হয় এই বিরোধী নেতাকে। ২০২১ সাল থেকে কারাগারে রয়েছেন তিনি। চলতি বছরের আগস্টে উগ্রপন্থায় উসকানি ও অর্থায়নের দায়ে বিরোধী দলীয় এই নেতাকে ১৯ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

/এনকে

Exit mobile version