Site icon Jamuna Television

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেও ছিটকে গেলেন ইবাদত

ছবি: সংগৃহীত

চলতি বছর সেপ্টেম্বরে অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপের ঠিক আগমুহূর্তে চোটের কারণে বাদ পড়েন পেসার এবাদত হোসেন। এরপর জানা যায় ভারতে ওয়ানডে বিশ্বকাপও খেলতে পারবেন না তিনি। এবার জানা গেল, ২০২৪ যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলা হচ্ছে না ইবাদতের।

আগামী আগষ্টের দিকে মাঠের ক্রিকেটে ফিরতে পারেন ২৯ বছর বয়সী এই পেসার। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

মঙ্গলবার নিজের বাসায় নান্নু সাংবাদিকদের বলেন, ইবাদতের আমার মনে হচ্ছে পরের মৌসুমটা দিয়ে শুরু করার সম্ভাবনা আছে। মানে আমাদের ঘরোয়া মৌসুম অগাস্ট-সেপ্টেম্বরে। হয়তো এর আগে সম্ভব না। এরকম একটা তথ্য আমাদের কাছে আছে। চূড়ান্ত আপডেট মেডিকেল থেকে না আসলে তো বলতে পারছি না।

/আরআইএম

Exit mobile version