Site icon Jamuna Television

কুমিল্লায় আ. লীগ প্রার্থীর সভায় সংসদের যুগ্ম সচিব

কুমিল্লা ব্যুরো:

কুমিল্লা-১১ আসনের নৌকার প্রার্থী মুজিবুল হকের একাধিক নির্বাচনী সমাবেশে জাতীয় সংসদ সচিবালয়ের যুগ্ম সচিব এ.কে.এম.জি কিবরিয়া মজুমদারের অংশগ্রহণের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায় তিনি নৌকার প্রার্থী মুজিবুল হকের পাশের চেয়ারে বসে আছেন।

স্থানীয়রা জানায়, কিবরিয়া মজুমদার গত কয়েকদিন থেকে নৌকার প্রার্থীর নির্বাচনী সমাবেশে অংশগ্রহণ করছেন। সবশেষ সোমবার (২৫ ডিসেম্বর) চৌদ্দগ্রামের জগন্নাথদীঘি ইউনিয়নে নির্বাচনী সমাবেশে তিনি অংশগ্রহণ করেন। এছাড়াও গত ২২ ডিসেম্বর উপজেলার মুন্সিরহাট ইউনিয়নসহ একাধিক সভায় তাকে দেখা যায়।

নির্বাচনী সমাবেশে অংশগ্রহণ সম্পর্কে যুগ্ম সচিব কিবরিয়া মজুমদার জানান, তার বাড়ি ওই এলাকায়। তিনি নৌকার প্রার্থীর সাথে দেখা করতে যান। এ সময় তাকে মঞ্চে বসানো হয়।

/আরএইচ

Exit mobile version