Site icon Jamuna Television

রিমোট কন্ট্রোল লিডার না হয়ে তারেককে রাজপথে আসার পরামর্শ কাদেরের

তারেক রহমানকে রিমোট কন্ট্রোল লিডার না হয়ে রাজপথে এসে রাজনীতি করার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে ইইউ প্রতিনিধি দলের সাথে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশকে (টিআইবি) বিএনপির শাখা সংগঠন হিসেবেও আখ্যায়িত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বললেন, টিআইবি বিএনপির শাখা সংগঠন। তাদের মতাদর্শ একই। বিএনপি যা বলে টিআইবিও তা বলে।

ইইউর প্রতিনিধিদের সাথে বৈঠক প্রসঙ্গে ওবায়দুল কাদের জানান, নির্বাচনে বিরোধী দল কে হবে এবং স্বতন্ত্র প্রার্থী কারা সে বিষয়ে প্রতিনিধি দলকে জানানো হয়েছে। ভোটে মানুষের আগ্রহ আছে বলেও তাদেরকে জানানো হয়েছে। সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় নির্বাচন করতে হচ্ছে।

তিনি আরও বলেন, সরকার আন্তর্জাতিক মানের নির্বাচন করতে আগ্রহী। তবে নির্বাচনের টার্ন আউট কেমন হবে, তা নিয়ে ভাবছে আওয়ামী লীগ। স্বতন্ত্র প্রার্থীদের পক্ষে আওয়ামী লীগের নেতারা কাজ করতে পারবে বলেও জানান তিনি।

/আরএইচ/এমএন

Exit mobile version