Site icon Jamuna Television

জাপার নীলফামারী জেলা সহ-সভাপতিকে অব্যাহতি

নীলফামারী করেসপনডেন্ট:

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে নীলফামারী-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি সিদ্দিকুল আলম সিদ্দিককে দলীয় সকল পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এই আসনে কাঁচি প্রতীকে ভোটের মাঠে লড়ছেন তিনি।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) জাতীয় পাটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, একই আসনে জাতীয় পার্টির প্রার্থী হয়েছেন জাতীয় পাটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপির আপন ভাগ্নে জেলা জাতীয় পার্টির সভাপতি আহসান আদেলুর রহমান আদেল।

এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী সিদ্দিক বলেন, আমি এখনো কোনো চিঠি পাইনি। যদি আমাকে অব্যাহতি দিয়ে থাকে এটি দলীয় সিদ্ধান্তের ব্যাপার। আমি জনগণের জন্য ভোট করছি কোনো দলের জন্য নয়।

এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও চিঠিতে জানানো হয়েছে।

এএস/

Exit mobile version