Site icon Jamuna Television

নাটোরে ক্যাবল অপারেটর কর্মচারীর গলা কাটা লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, নাটোর:

নাটোর শহরের চকরামপুর এলাকায় শোবার ঘর থেকে ক্যাবল অপারেটর কর্মচারী আল মামুনের গলা কাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার দুপুরে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। নিহত আল মামুন রাজশাহী জেলার গোদাগাড়ি উপজেলার রাজাবাড়ি গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

আল মামুন নাটোর শহরের চকরামপর এলাকার রুমানা আহম্মেদের বাড়িতে ভাড়া থাকতেন এবং নিউ উত্তরা কমিউনিকেশন ক্যাবল অপারেটরের কর্মচারী হিসেবে কাজ করতেন।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী জালাল উদ্দিন আহমেদ ও এলাকাবাসী জানায়, নিউ উত্তরা কমিউনিকেশন এর কর্মচারী আল মামুন ও তার এক সহযোগী শহরের চকরামপুর এলাকায় রুমানা আহম্মেদের বাসা বাড়িতে কয়েক মাস ধরে ভাড়া থাকতো।

সোমবার সকালে আল মামুন কাজে বের না হলে তার সহকর্মীরা তার খোঁজ শুরু করে। পরে তারা আল মামুনের বাসায় গিয়ে তাকে ডাকতে থাকে। এ সময় বাসার ভিতর থেকে কোন সাড়াশব্দ না পেলে এবং ঘরের দরজা ভিতর থেকে বন্ধ দেখে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে ভিতরে গিয়ে দেখতে পায় আল মামুনের গলা কাটা মৃতদেহটি মেঝেতে পড়ে রয়েছে। পরে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে। বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানায় পুলিশ।

Exit mobile version