Site icon Jamuna Television

মুন্সিগঞ্জ-৩: নৌকার প্রচারণায় মাঠে তৃতীয় লিঙ্গের সদস্যরা

মুন্সিগঞ্জ করেসপনডেন্ট:

মুন্সিগঞ্জ-৩ আসনে নৌকার পক্ষে ভোট চেয়ে প্রচারণা চালিয়েছে তৃতীয় লিঙ্গের সদস্যরা। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে জেলা শহরের সুপারমার্কেট এলাকা থেকে প্রচারণা শুরু করেন তারা।

এ সময় তারা পর্যায়ক্রমে তারা মুন্সিগঞ্জ প্রেসক্লাব, সদর থানা ও প্রধান বাজার হয়ে জমিদার পাড়া পর্যন্ত প্রচারণা চালান।

তারা স্থানীয় দোকানে, পথচারী ও গাড়ি চালকদের মাঝে মুন্সিগঞ্জ-৩ আসনের নৌকার প্রার্থী এড. মৃণাল কান্তি দাসের হয়ে লিফলেট বিতরণ করে। একইসাথে আগামী ৭ জানুয়ারি নির্বাচনে নৌকায় ভোট দেয়ার আহ্বানও জানান তারা। তাদের প্রচারণা সাদরে গ্রহন করেন স্থানীয় জনসাধারণ।

প্রচারনায় অংশ নেয়া সুমি হিজড়া বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের জন্য অনেক কাজ করেছেন। আমরা চাই তিনি সবসময় সুখে শান্তিতে থাকুক তাহলে আমরাও সুখে শান্তিতে থাকতে পারবো।

জেলা হিজড়া সমিতির নেতা পিংকি হিজড়া বলেন, আমরা অবহেলায়, অবজ্ঞায় ছিলাম।শেখ হাসিনা আমাদের স্বীকৃতি দিয়েছেন। তাই নৌকা মার্কায় ভোট চাইলাম।

এএস/

Exit mobile version