Site icon Jamuna Television

মৃত্যুদণ্ডের আগমুহূর্তে ক্ষমা পেলেন হত্যাকারী

ছবি: সংগৃহীত

সৌদি আরবের জেদ্দায় মৃত্যুদণ্ড কার্যকরের কয়েক মিনিট আগে ছেলের খুনিকে ক্ষমা করে দিয়েছে এক সৌদিয়ান বাবা। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ২০১৯ সালে মেত্রিক আল কাহতানি নামের এক সৌদি নাগরিক আহমেদ আল হারবিকে হত্যা করে। পরে মেত্রিক আল কাহতানিকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেয়া হয়। রায়ে বলা হয়, তিনি প্রতিশোধের বশবর্তী হয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

তবে, চলতি সপ্তাহে সৌদি আরবের উত্তরে তার মৃত্যুদণ্ড কার্যকরের ঠিক আগমুহুর্তে ভুক্তভোগীর বাবা মেত্রিক আল কাহতানিকে ক্ষমা করে দেয়ার ঘোষণা দেন।

এর আগে, ভুক্তভোগীর বাবা মুতাইর আল আতাউ ক্ষমার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। সৌদি গণমাধ্যমের খবরে বলা হয়, সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য তিনি এই ক্ষমা ঘোষণা করেছেন।

/আরএইচ/এমএন

Exit mobile version