Site icon Jamuna Television

আচরণবিধি লঙ্ঘন: নাটোর-৪ আসনের আ. লীগ প্রার্থীকে শোকজ

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

নাটোর-৪ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সিদ্দিকুর রহমান পাটোয়ারীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন অনুসন্ধান কমিটি। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) এই আসনের নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সহকারী জজ আরিফুল ইসলামের স্বাক্ষরিত একটি চিঠি তাকে পাঠানো হয়।

চিঠিতে সিদ্দিকুর রহমানকে বুধবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টার মধ্যে সশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দেয়ার নির্দেশ দেয়া হয়।

চিঠিতে বলা হয়, গত ২৫ ডিসেম্বর কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত একটি সংবাদ কমিটির নজরে আসে। সেখানে নির্বাচনী প্রচারণার সময় একটি সভার বক্তব্যে তিনি বলেন, ‘কোনো মেম্বার-চেয়ারম্যান এসে ট্রাক মার্কার ভোট চাইলে তাকে পিছমোড়া করে বেঁধে রাখবেন। কারণ মেম্বার-চেয়ারম্যানরা নৌকা নিয়ে নির্বাচিত হয়েছে। তাদের নৌকার বাহিরে যাওয়ার সুযোগ নেই। যা নির্বাচনি আচরণবিধির লঙ্ঘন।

উল্লেখ্য, এর আগেও সিদ্দিকুর রহমান পাটোয়ারীকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার কারণে কারণ দর্শানোর নোটিশ দেয় নির্বাচন অনুসন্ধান কমিটি। এরপর তিনি দু:খ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করে আচরণ বিধি মেনে চলবেন বলে কমিটিকে আশ্বস্থ করেছিলেন।

/আরএইচ

Exit mobile version