Site icon Jamuna Television

গ্রেফতারকৃত জেএমবির কমান্ডারসহ ৫ সদস্যের রিমান্ড মঞ্জুর

স্টাফ রিপোর্টার, নাটোর:

নাটোরের বড়াইগ্রাম থেকে গ্রেফতার জেএমবির আঞ্চলিক কমান্ডারসহ ৫ সদস্যের প্রত্যেককে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার দুপুরে মামলার আইও র‌্যাবের এস আই শাহ আলম গ্রেফতারকৃত জেএমবি সদস্যদের নাটোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মামুনুর রশিদের আদালতে হাজির করে তাদের প্রত্যেকের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক গ্রেফতারকৃতদের প্রত্যেকের বিরুদ্ধে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত শনিবার রাত দেড়টার দিকে বড়াইগ্রাম উপজেলার ভবানীপুর গ্রামের এক নির্জন স্থানে গোপন বৈঠকের সময় জিহাদি বই ও লিফলেটসহ জেএমবি আঞ্চলিক কমান্ডার জোবায়ের হোসেন, একই এলাকার মকছেদ আলীর ছেলে মোস্তাফিজুর রহমান ফরহাদ, মকবুল হোসেনের ছেলে আশারাফুল ইসলাম, গুনাইহাটি গ্রামের মৃত বেলাল উদ্দিনের ছেলে আলাউদ্দিন আব্বাস ও বর্ণি গ্রামের রজব আলীর ছেলে জাকারিয়াকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজেদেরকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি সদস্য হিসেবে সম্পৃক্ততার কথা স্বীকার করেন।

Exit mobile version