Site icon Jamuna Television

গাজায় আগ্রাসন: এবার ইসরায়েলি ভূখণ্ডে হুতি বিদ্রোহীদের হামলা

হুতির হামলা চালানো লোহিত সাগর সংলগ্ন ইলাত শহর।

গাজায় আগ্রাসনের প্রতিবাদে ইসরায়েলি ভূখণ্ডেও হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। বুধবার (২৭ ডিসেম্বর) সশস্ত্র সংগঠনটির পক্ষ থেকে এ দাবি করা হয়। খবর আল জাজিরার।

হুতির পক্ষ থেকে জানানো হয়, লোহিত সাগর সংলগ্ন ইলাত শহরে একাধিক আগ্রাসন চালিয়েছে তারা। তবে ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো তথ্য দেয়নি সশস্ত্র সংগঠনটি।

হুতি হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি প্রশাসনও। যদিও সবগুলো হামলা চেষ্টা নস্যাৎ করা হয়েছে বলে জানিয়েছে দখলদার ইসরায়েল। তেল আবিবের দাবি, তাতের ভূখণ্ডের দিকে ধেয়ে আসা সবগুলো অস্ত্র রুখে দিয়েছে প্রতিরক্ষা বাহিনী। ইরানের গাইডেড মিসাইল এবং গোয়েন্দা তথ্য কাজে লাগিয়ে এসব আগ্রাসন চালানো হচ্ছে বলেও অভিযোগ তাদের।

এদিন লোহিত সাগরে বিদ্রোহী গোষ্ঠীটির আরও অন্তত ১৭টি হামলা প্রতিহতের দাবি করেছে মার্কিন সেনারা। গত ১০ ঘণ্টায় ১২টি ড্রোন, ৩টি ব্যালিস্টিক মিসাইল এবং দুটি ক্রুজ মিসাইল নিক্ষেপ করেছে সশস্ত্র হুতি যোদ্ধারা।

এসজেড/

Exit mobile version