Site icon Jamuna Television

১২ ম্যাচ পর নুনিয়েজের গোল, শীর্ষে লিভারপুল

১২ ম্যাচ পর নুনিয়েজের গোল উদযাপন। ছবি: প্রিমিয়ার লিগ

ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ে ফিরেছে লিভারপুল। আক্রমণের ঝড় তুলে বার্নলিকে ২-০ গোলে হারিয়েছে অল রেডস।

খেলার শুরু থেকেই স্বাগতিকদের রক্ষণ শিবিরের পরীক্ষা নিতে থাকে ক্লপ শিষ্যরা। ৬ মিনিটেই দলকে এগিয়ে নেন ডারউইন নুনিয়েজ। কডি গ্যাকপোর অ্যাসিস্ট থেকে ডেডলক ভাঙেন উরুগুয়ের এই স্ট্রাইকার। সব প্রতিযোগিতা মিলে টানা ১২ ম্যাচে গোলহীন ছিলেন নুনিয়েজ। অবশেষে টার্ফ মুরেতে গোলখরা ঘোচালেন উরুগুইয়ান স্ট্রাইকার। প্রথমার্ধে ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় লিভারপুল।

বিরতির পর আক্রমণের ধার বাড়ালেও গোলের সংখ্যা বাড়ছিল না ক্লপ শিষ্যদের। শেষ পর্যন্ত খেলার অন্তিম মূহুর্তে দিয়াগো জোতার গোলে ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে অলরেডরা।

এই জয়ে ১৯ ম্যাচে ১২ জয় ও ছয় ড্রয়ে ৪২ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিরেছে লিভারপুল। অবশ্য বৃহস্পতিবার রাতে আর্সেনাল যদি ওয়েস্ট হামকে হারিয়ে দেয়, তখন শীর্ষে চলে আসবে গানাররাই।

/এএম

Exit mobile version