Site icon Jamuna Television

৩১৮ রানে অলআউট অস্ট্রেলিয়া, দারুণ শুরু পাকিস্তানের

মেলবোর্নে বক্সিং ডে টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে ৩১৮ রানে বেঁধে দিয়ে এখন ব্যাট করছে পাকিস্তান। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের স্কোর ১ উইকেটে ১০২ রান।

বৃষ্টি-বিঘ্নিত প্রথমদিন শেষে অস্ট্রেলিয়ার ৩ উইকেটে ১৮৭ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেন মারনাস ল্যাবুশেন ও ট্রাভিস হেড। এই জুটি থেকে আরও ১৭ রান আসার পর সাজঘরে ফেরেন হেড। নিজের অর্ধশতক তুলে সর্বোচ্চ ৬৩ রানে আমির জামালের শিকার হন ল্যাবুশেন। পরে মিচেল মার্শের ৪১ ও ও স্টিভেন স্মিথের ২৬ রানে ভর করে তিনশ রানের কোটা পেরায় অস্ট্রেলিয়া। অজিদের দ্বিতীয় সর্বোচ্চ ৫২ রান আসে অতিরিক্ত খাত থেকে। আমির জামাল তিনটি উইকেট তুলে নেন। হাসান আলী, শাহিন শাহ আফ্রিদী ও মীর হামজা নেন দুটি করে উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে সাবধানী শুরু করে পাকিস্তান। তবে দলীয় ৩৪ রানে ইমাম-উল-হককে ফিরিয়ে ব্রেক থ্রু এনে দেন নাথান লায়ন। আবদুল্লাহ শফিক ৫৪ রানে এবং অধিনায়ক শান মাসুদ ৩১ রানে ব্যাট করছেন। প্রথম টেস্ট জিতে সিরিজে ১-০ তে এগিয়ে আছে প্যাট কামিন্সের দল।

/এএম

Exit mobile version