Site icon Jamuna Television

বাংলাদেশকে ১৩৫ রানের লক্ষ্য দিলো নিউজিল্যান্ড

ছবি: সংগৃহীত

৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় বাংলাদেশকে জয়ের জন্য ১৩৫ রানের টার্গেট দিয়েছে নিউজিল্যান্ড। টস হেরে আগে ব্যাট করতে নেমে শরিফুল ইসলাম ও শেখ মেহেদী হাসানের বোলিং তোপে মাত্র ৫০ রানে ৫ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। তবে জেমি নিশামের ৪৮ রানের ঝড়ো ইনিংসে নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৩৪ রানের পুঁজি পায় কিউইরা।

নেপিয়ারের ম্যাকলিন পার্ক স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে পেসার তানজিম হাসান সাকিবের। এছাড়াও একাদশে জায়গা পান রিশাদ হোসেন ও সৌম্য সরকার।

ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় স্বাগতিকরা। ইনিংসের তৃতীয় বলেই বাংলাদেশকে সাফল্য এনে দেন মেহেদী। টিম সেইফার্টকে বোল্ড করেন এই অফ স্পিনার। পরের ওভারে ফিন অ্যালেনকে স্লিপে সৌম্য সরকারের ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান শরিফুল ইসলাম। পরের বলে তিনি এলবিডব্লিউ করেছেন গ্ল্যান ফিলিপসকে। ফলে মাত্র ১ রানে ৩ উইকেট হারিয়ে দিশেহারা হয়ে পড়ে কিউইরা।

নিজের দ্বিতীয় ওভারে বোলিং করতে এসে ড্যারিল মিচেলকে বোল্ড করেন মেহেদী। ১৪ রান করে সাজঘরে ফেরেন মিচেল। আক্রমণে এসে নিজের করা দ্বিতীয় বলেই উইকেট নেন রিশাদ হোসেন। তিনি ১৯ বলে ১৯ রান করা মার্ক চ্যাপম্যানকে আউট করেন তানজিম সাকিবের ক্যাচ বানিয়ে।

ষষ্ঠ উইকেটে কিউইদের হাল ধরেন মিচেল স্যান্টনার ও জেমি নিশাম। এই দু’জনে যোগ করেন ৪১ রান। স্যান্টনারকে শর্ট অব লেন্থ ডেলিভারিতে মিড উইকেটে সৌম্য সরকারের ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান শরিফুল। ফলে ২৩ রান করে ফিরতে হয় স্যান্টনারকে।

১৬তম ওভারে নিশাম চড়াও হন রিশাদের ওপর। ফ্লাইটেড ডেলিভারিতে ডাউন দ্য উইকেটে এসে ছক্কা মারেন নিশাম। পরের বলে ডিপ অঞ্চল দিয়ে চার মারেন এই কিউই ব্যাটার। সেই ওভার থেকে আসে ১১ রান। ১৭তম ওভারের দ্বিতীয় বলে মোস্তাফিজুর রহমানকে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ দিয়ে ছক্কা মারেন নিশাম।

বল স্টেডিয়ামের গ্যালারির ছাঁদে আটকা পড়ায় নতুন বল আনতে হয়। নতুন বলে মোস্তাফিজের অফ স্টাম্পের বাইরের লো ফুলটস বলে উড়িয়ে মারতে গিয়ে ডিপ কাভারে আফিফ হোসেনের হাতে ক্যাচ দেন ২৯ বলে ৪৮ রান করা নিশাম। পরের ওভারে এসে টিম সাউদিকে ডিপ স্কয়ারে আফিফ হোসেনের ক্যাচ বানান মোস্তাফিজ। ইনিংসের শেষ ওভারে ইশ সোধিকে ফিরিয়ে প্রথম টি-টোয়েন্টি উইকেটের স্বাদ পান অভিষিক্ত তানজিম সাকিব। বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩টি উইকেট নেন শরিফুল ইসলাম।

/আরআইএম

Exit mobile version