Site icon Jamuna Television

যানজটমুক্ত ধানমন্ডি গড়ার প্রতিশ্রুতি ফেরদৌসের

দ্বাদশ সংসদ নির্বাচনে জয়ী হলে রাজধানীর ধানমন্ডিকে যানজটমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা-১০ আসনের নৌকার প্রার্থী ফেরদৌস আহমেদ।

এই আসনের আওতাধীন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩১ নম্বর ওয়ার্ডে বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে গণসংযোগকালে এ প্রতিশ্রুতি দেন।

নৌকার এ প্রার্থী বলেন, স্কুল-কলেজ চলাকালে ধানমন্ডি এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এখানকার সবচেয়ে বড় সমস্যা এটি। এ থেকে মুক্তি পেতে সব পক্ষের সঙ্গে আলোচনা করে কার্যকর সমাধানের উদ্যোগ নেয়া হবে।

স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংঠনের নেতাকর্মীদের নিয়ে ওয়ার্ডের বিভিন্ন এলাকায় প্রচারণা চালাচ্ছেন তিনি নায়ক ফেরদৌস। বাড়ি বাড়ি গিয়ে নৌকায় চাচ্ছেন ভোট। তাকে বাড়ির দুয়ারে দেখে ভোটাররাও উচ্ছ্বাসিত।

গণসংযোগে তরুণদের বাস্তবের নায়ক আখ্যা দিয়েছেন ফেরদৌস আহমেদ। তাদের নিয়েই সব কাজ এগিয়ে নিয়ে যেতে চান আওয়ামী লীগের এ প্রার্থী।

/এমএন

Exit mobile version