Site icon Jamuna Television

সিনহার বিরুদ্ধে ব্যারিস্টার নাজমুল হুদার মামলা

সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মামলা করেছেন ব্যারিস্টার নাজমুল হুদা। সোমবার বিকালে শাহবাগ থানায় মামলাটি করেন তিনি।

পুলিশ জানিয়েছে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্ত ও আইনের সঙ্গে সংগতিপূর্ণ হওয়ায় মামলাটি দুদকে পাঠিয়ে দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিচারপতি সিনহার বই প্রকাশের পর নানা আলোচনার মধ্যে তার ভাই অনন্ত কুমার সিনহার বিরুদ্ধে অর্থ পাচার করে যুক্তরাষ্ট্রে বাড়ি কেনার একটি অভিযোগের অনুসন্ধানে নামার কথা সকালে জানিয়েছে দুদক। এরপর বিকালে এস কে সিনহার বিরুদ্ধে নাজমুল হুদার মামলা বলে জানায় পুলিশ।

উল্লেখ্য, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি নাজমুল হুদা এক সময় বিএনপির শীর্ষ পর্যায়ের নেতা ছিলেন। খালেদা জিয়ার সরকারের মন্ত্রীও ছিলেন তিনি।

Exit mobile version