Site icon Jamuna Television

সিরিয়ায় কুর্দিদের ৫০টি স্থাপনায় হামলা তুরস্কের

তুরস্কের হামলায় উত্তর-পূর্ব সিরিয়ার কামিশলিতে ধোঁয়া উড়ছে। ছবি: এএফপি

সিরিয়ায় কুর্দিদের অন্তত ৫০টি স্থাপনায় হামলা চালিয়েছে তুরস্ক। এ তথ্য জানিয়েছে ফ্রান্স টোয়েন্টি ফোর।

দেশটির গোয়েন্দা সংস্থার সূত্র মতে, চলতি সপ্তাহে ইরাকে ১২ তুর্কি সেনা নিহতের প্রতিশোধ নিতেই চালানো হয়েছে এ পাল্টা হামলা। দাবি, এসব স্থাপনা সামরিক ও অর্থনৈতিক কাজে ব্যবহার করতো কুর্দি সেনারা।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সিরিয়ার বিভিন্ন স্থানে হামলার ভিডিও প্রকাশ করেছে তুরস্কের গোয়েন্দা বাহিনী। এর আগে, গত শনিবার (২৩ ডিসেম্বর) তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী জানান, উত্তর ইরাকে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকের সাথে ব্যাপক লড়াইয়ে তুরস্কের ১২ সেনা নিহত হয়েছে। এরপরই কুর্দি বিরোধী অভিযান শুরু করে আঙ্কারা।

/এএম

Exit mobile version