Site icon Jamuna Television

সুইডেনের ন্যাটো অন্তর্ভুক্তিতে সবুজ সংকেত তুরস্কের

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। ছবি: এপি

অবশেষে সুইডেনকে ন্যাটোতে যোগদানে সবুজ সংকেত দিয়েছে তুরস্ক। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) এই সিদ্ধান্ত নিয়েছে দেশটির পররাষ্ট্র বিষয়ক কমিশন। খবর আল জাজিরার।

পরবর্তীতে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য এই প্রস্তাবের ওপর দেশটির পার্লামেন্টে ভোটাভুটি হবে। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকেই যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ন্যাটোতে যোগ দেয়ার চেষ্টা চালাচ্ছে সুইডেন। তবে তুরস্কের বাধায় এখনও সদস্য হতে পারেনি দেশটি।

স্টকহোমের বিরুদ্ধে কুর্দি বিদ্রোহীদের আশ্রয় দেয়ার অভিযোগ তোলে আঙ্কারা। এছাড়া, বেশ কয়েকটি কোরআন পোড়ানোর ঘটনায়ও উত্তপ্ত ছিলো দুদেশের সম্পর্ক।

সম্প্রতি, যুক্তরাষ্ট্র আঙ্কারার কাছে এফ-১৬ যুদ্ধ বিমান বিক্রির সবুজ সংকেত দিলেও সুইডেন ইস্যুতে নমনীয় হওয়ার ইঙ্গিত দেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

/এএম

Exit mobile version