Site icon Jamuna Television

ইসরায়েলকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ আখ্যা দিলো কিউবা

কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ কানেল। ছবি: আনাদোলু এজেন্সি

ইসরায়েলকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ আখ্যা দিলেন কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ কানেল। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।

সামাজিক মাধ্যম টুইটারে দেয়া এক পোস্টে এই মন্তব্য করেন প্রেসিডেন্ট। বলেন, ‘সন্ত্রাসী রাষ্ট্র’ ইসরায়েল গাজায় যে গণহত্যা চালাচ্ছে, তা মানবতার জন্য চরম অপমানজনক। আর কতদিন গাজায় মানুষ হত্যার অবাধ স্বাধীনতা পাবে ইসরায়েল, সে প্রশ্নও করেন তিনি। কিউবা ফিলিস্তিনের পক্ষে বারবার আওয়াজ তুলেছে, এটিও মনে করিয়ে দিলেন।

গাজায় ইসরায়েলি বর্বরতা শুরুর পর থেকে ফিলিস্তিনিদের পক্ষে সোচ্চার কিউবা। দেশটির সাধারণ মানুষ আগ্রাসনের প্রতিবাদে নিয়মিত বিরতিতে বিক্ষোভ করছেন, যাতে অংশ নিচ্ছেন খোদ প্রেসিডেন্টও।

/এএম

Exit mobile version