Site icon Jamuna Television

‘‌তফসিল ঘোষণা নিয়ে এখনো কমিশনে আলোচনা হয়নি’

জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে এখনো কমিশনে কোন আলোচনা হয়নি বলে জানিয়েছেন কমিশনার কবিতা খানম। তবে সহসাই বৈঠকে বসার ইঙ্গিত দেন তিনি।

সোমবার দুপুরে নির্বাচন কমিশনে এক ব্রিফিং-এ তিনি বলেন, তফসিল ঘোষণার তারিখ একমাত্র কমিশন ঘোষণা করতে পারবেন, কোন একক ব্যক্তি নয়।

কবিতা জানান, নির্বাচনী কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জবাবদিহিতা নিশ্চিতে তাদের বদলির সুপারিশের ক্ষমতা ইসির হাতে চেয়ে সংশোধনী পাঠিয়েছে কমিশন। তবে এখন পর্যন্ত আচরণবিধি সংশোধনের প্রয়োজন পড়েনি।

কয়েকটি সিটি নির্বাচনের পর আস্থার জায়গা তৈরি হয়েছে ইসির। এবারের সংসদ নির্বাচনে কঠোরভাবে আইনের প্রয়োগ হবে বলেও জানান এই নির্বাচন কমিশনার।

Exit mobile version