Site icon Jamuna Television

ওয়ানডে ফরম্যাটে ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিংয়ে ফারজানা

ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাট হাতে সেঞ্চুরি হাঁকানো বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড় ফারজানা হক আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়েছেন। ৫৮৫ রেটিং পয়েন্ট নিয়ে আইসিসি ওয়ানডে ফরম্যাটের ব্যাটিং তালিকায় ফারজানার অবস্থান এখন ১৩তম স্থানে। যা ফারজানা হকের ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিং।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) আইসিসি নারী ক্রিকেট দলের র‍্যাঙ্কিংয়ের হালনাহাদ প্রকাশ করেছে। যেখানে ফারজানা ছাড়াও দক্ষিণ আফ্রিকার নতুন বোলার মারিজান ক্যাপ দারুণ সফলতা দেখিয়েছেন।

স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০২ রানের ইনিংস খেলেছেন ফারজানা হক। ওয়ানডে ক্যারিয়ারে ফারজানার এটি দ্বিতীয় সেঞ্চুরি। তবে সেঞ্চুরি হাঁকানো ম্যাচটিতে জয় পায়নি বাংলাদেশের মেয়েরা।

দল হারলেও ব্যক্তিগত পারফর্ম্যান্সের পুরস্কার পেলেন ফারজানা। আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিং তালিকায় ২০তম স্থানের মধ্যে আর কোন বাংলাদেশি ব্যাটার নেই। তবে এক ধাপ করে পিছিয়ে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা ৩০তম, রুমানা আহমেদ ৫০তম এবং মুর্শিদা খাতুন ৫৮তম স্থানে আছেন।

এছাড়া বোলারদের র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশিদের মধ্যে একমাত্র রাবেয়া খানের উন্নতি হয়েছে। ৩৪৪ রেটিং পয়েন্ট নিয়ে ছয় ধাপ এগিয়ে ৫২তম স্থানে আছেন তিনি।

স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচ জিতে সিরিজ জয়ের সম্ভাবনা জাগালেও শেষ পর্যন্ত তা পেরে উঠেনি টাইগ্রেসরা। প্রথম ম্যাচে ১১৯ রানে হারের পর পরের দুই ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা। দলের সিরিজ জয়ে প্রোটিয়া নারীরা র‍্যাঙ্কিংয়েও বেশ উন্নতি করেছে। নারীদের ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছে ইংল্যান্ডের নাটালি সিভার-ব্রান্ট, তার রেটিং পয়েন্ট ৮০৭।

/আরআইএম

Exit mobile version