Site icon Jamuna Television

ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন বিশেষজ্ঞ দলের সাথে বিএনপির বৈঠক

সফররত ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন বিশেষজ্ঞ প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছে বিএনপি।

বুধবার (২৭ ডিসেম্বর) বিকেল ৩টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খানের নেতৃত্বে শুরু হয় বৈঠক। ভার্চুয়াল এ বৈঠকে স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান’সহ ছিলো বিএনপি’র ৬ সদস্যের প্রতিনিধি দল। প্রায় সোয়া এক ঘণ্টা চলে এ বৈঠক।

এর আগে, এদিন দুপুর ১২টায় সিলেটের একটি স্থানীয় হোটেলে বৈঠক হয় সিলেট বিভাগীয় বিএনপি প্রতিনিধি দলের সাথে। সেখানে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য খন্দকার আব্দুল মোক্তাদির, আরিফুল হক চৌধুরী ও সিলেট জেলা বিএনপি সভাপতি কাইয়ুম চৌধুরী।

এটিএম/

Exit mobile version